প্রশ্ন
প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে না, বরং প্রতিযোগিতা শেষ হওয়ার পরও আগ্রহীরা যাতে এর সমাধান করার চেষ্টা করে, তাতে উৎসাহিত করা হলো।
ইন্টিগ্রেশন বি হচ্ছে ক্যলকুলাসে তোমার দক্ষতা যাচাই করার জন্য একটি অনলাইন প্রতিযোগিতা। গণিত বিষয়ক অন্যান্য প্রতিযোগিতা থেকেও এটি ভিন্ন, কেননা এটি দলীয় প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে জিততে পারো তুমি ও তোমার দল এবং অর্জন করতে পারো একটি সার্টিফিকেট, ম্যাডেল, বই বিভিন্ন পুরষ্কার। এছাড়াও এ প্রতিযোগিতার বিশেষত্ত্বের মধ্যে আছে, এটি অনলাইনে দেওয়া হয়, এটি দলগত পরীক্ষা, তার উপর এটি ওপেন বুক এক্সাম। মজা না?
কারা অংশগ্রহণ করতে পারবে?
যাদের বয়স ১৬ থেকে ২৩ বছর। (বিশেষ কোনো কারণে এর থেকে কম বয়সের কাউকেও এপ্রুভ করা হবে) যাদের বয়স ১৬-১৮ বছর তারা জুনিয়র ক্যাটাগরি। যাদের বয়স ১৯ থেকে ২৩ বছর তারা সিনিয়র ক্যাটাগরি।
রেজিস্ট্রেশন শুরু কবে?
আজ, এই মুহুর্ত থেকে।
রেজিস্ট্রেশন শেষ কবে?
অক্টোবর ৪, ২০২৫ তারিখ রাত ১১ঃ৫৯ মিনিটে।
কয়জনের দল তৈরি করতে হবে?
সর্বোচ্চ তিনজনের দল তৈরি করা যাবে। তবে কেউ দুইজন বা একজনের দল তৈরি করলেও তাতে কোনো সমস্যা হবে না।
রেজিস্ট্রেশন ফি
দলপ্রতি ২০০ টাকা। তবে আপনি যদি আমাদের ম্যাগাজিন কিনে থাকেন, তবে ৫০ টাকা ছাড় পাবেন।
পরীক্ষা কবে হবে?
৫ অক্টোবর, ২০২৫ তারিখ দুপুর ৩টা থেকে। জুনিয়র ক্যাটাগরিতে ৩ ঘন্টা সময় দেওয়া হবে এবং সিনিয়র ক্যাটাগরিতে ৫ ঘন্টা সময় দেওয়া হবে।
নিয়মাবলি
এআই, গুগল কিংবা বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। তবে প্রশ্ন দেওয়ার পর কোনো ব্যক্তির সাহায্য নেওয়া যাবে না তা অনলাইনে হলেও যেমন চেগ, স্ট্যাকএক্সচেঞ্জ ইত্যাদি।
প্রাইজ কী?
প্রতি ক্যাটাগরির চ্যাম্পিয়ন দলের প্রতি সদস্য পাবে, ম্যাডেল, সার্টিফিকেট, বই ও নোটবুক। প্রথম রানার্স আপ দলের প্রতি সদস্যদের জন্য থাকছে ম্যাডেল, সার্টিফিকেট ও বই। আর দ্বিতীয় রানার্স আপ দলের প্রতি সদস্যদের জন্য থাকছে ম্যাডেল, সার্টিফিকেট ও নোটবুক। এছাড়াও থাকতে পারে কিছু সারপ্রাইজ পুরষ্কার। রেজিস্ট্রেশন করলেই পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট।
প্রস্তুতি কীভাবে নিব?
ইন্টারমিডিয়েটের ক্যালকুলাসের প্রস্তুতি নিন। এছাড়াও লিমিট নিয়ে স্পষ্ট ধারণা, ক্যালকুলাসের বাস্তব প্রয়োগ নিয়ে নানা ধারণা নিয়ে জানুন। এছাড়াও আমরা ২টি স্টাডি ভিডিও দিব! সেখানে ছোট করে কিছু আইডিয়া দেওয়া থাকবে।
তাহলে আর দেরি করছেন কেন? আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। আর অবশ্যই চোখ রাখুন আমাদের ইভেন্টের পেইজে!
ইন্টিগেশন বি এর সকল আপডেট পেতেঃ https://www.facebook.com/share/1JNRfEetPY/