Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

ট্যকিয়নের টাকা

ট্যকিয়ন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য বিজ্ঞান বিষয়ক জ্ঞানের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই সংগঠন কাজ করে থাকে। বিজ্ঞানের জ্ঞান অন্যের মাঝে প্রচারের সময় যাতে কোনোভাবেই ভ্রান্তিসহকারে উপস্থাপিত না হয়, সেদিকে লক্ষ রাখতে সর্বদা সচেষ্ট এই সংগঠন। যেহেতু এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তাই এটা চলতে যে আর্থিক ব্যয় হয়, তার একটা অংশ আসে এর কার্যনির্বাহী সদস্যদের পকেট থেকে। কিন্তু কার্যনির্বাহী সদস্যদের মাসিক ফি দিয়ে ট্যকিয়ন যে স্বপ্ন দেখে তা পূরণ করা প্রায় অসম্ভব। তাই আপনাদের কাছ থেকে আর্থিক অনুদান আমাদের একান্ত কাম্য। আমাদের আর্থিক আয়-ব্যয়ের খতিয়ান দেখতে এখানে ক্লিক করুন!

বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়া হয় আমাদের ওয়েবসাইটের নানা আর্টিকেল।

আপনাদের অনুদানের টাকা যেসব খাতে ব্যয় হবে

আপনি যেহেতু আমাদেরকে অনুদান দিবেন, তাই আমরা মনে করি আপনার জানা থাকা ভালো যে, আমরা আপনার টাকা কোথায় খরচ করছি। আপনাদের কাছ থেকে নেওয়া ও কার্যনির্বাহী সদস্যদের কাছ থেকে প্রাপ্ত অর্থের ব্যয়ের খাতগুলো নিম্নরূপ:

  • ওয়েবসাইটের ডোমেন রিনিউ করতে বেশ মোটা অঙ্কের একটি এককালীন খরচ হয় ট্যকিয়ন থেকে।
  • বিজ্ঞান লেখালিখি বা তৎসম্পর্কিত কোনো প্রতিযোগিতা আয়োজনে খরচ হয়।
  • ট্যকিয়ন থেকে মানসম্মত লেখা আপনাদের কাছে পৌঁছাতে নানা রিসোর্স প্রদান করতে হয় কার্যনির্বাহী সদস্যদের।

আপনার অনুদান 01315417565 (সিফাত – ব্যক্তিগত) নাম্বারে বিকাশ করুন! অনুদান দেওয়ার সময় অবশ্যই রেফারেন্সে tachyon শব্দটি লিখে দিন। সাথে আপনার নাম লিখে দিতে পারলে আরও ভালো হয়।