ইন্টারনেট কুকি কোনো খাবার বিস্কিট না। এটি হলো ছোট ছোট ইনফরমেশনের সমষ্টি বা প্যাকেট। একে HTTP cookies ও বলা হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই কখনো কোনো ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে এই কুকি নামক জিনিসটি দেখে থাকবেন। কুকি মূলত ব্যবহৃত হয় কোনো ওয়েবসাইটে আপনার ব্রাউজিংয়ের সুবিধা বাড়ানোর জন্য। ইন্টারনেট ভিত্তিক যেকোনো সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট বা অ্যাপে কুকির ব্যবহার থাকতে পারে। আপনার একটিভিটি অনুসারে বিভিন্ন তথ্য কুকি আকারে আপনার ক্যাশ (cache) মেমরিতে জমা থাকতে পারে। আপনি যখন আবার ঐ এপ্লিকেশন বা ওয়েবসাইটির ক্লায়েন্ট হবেন তখন ঐ cache ফাইলের তথ্য আটোমেটিকালি সার্ভারে কাছে চলে যাবে এবং সার্ভার আপনার আগের তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন জিনিস আপনাকে সাজেস্ট করবে।
কুকি কীভাবে কাজ করে?
কিছু উদাহরণ দেওয়া যাক। আমরা যারা ফেইসবুক ব্যবহার করি, প্রায় সকলেই এই জিনিসটির সাথে পরিচিত। ধরুন আপনি প্রথমবারের মতো ফেসবুক অ্যাপটি ব্যবহার করে আপনার ফেসবুক একাউন্টটি লগইন করলেন। তারপর রিমেম্বার ইউর পাসওয়ার্ড বা এ জাতীয় একটি অপশন আপনার সামনে আসবে। আপনি যদি রিমেম্বারে ক্লিক করেন তাহলে পরবর্তীতে আপনাকে আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে না। কারণ আপনার ইনফরমেশন কুকি আকারে ক্যাশ মেমোরিতে জমা হয়ে গেছে। আবার যদি আপনি অ্যাপ ইনফোতে গিয়ে ক্যাশ ক্লিয়ার করেন, দেখবেন যে, আপনাকে আবার পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হচ্ছে।
আবার, ধরুন আপনি Amazon, Alibaba টাইপের কোনো ই-কমার্স সাইটে গিয়ে ঘড়ি (যেকোনো প্রোডাক্ট হতে পারে) দেখছেন। সেখান থেকে আপনার ব্রাউজারের cache ফাইলে একটি কুকি সেট করে দেওয়া হবে।
পরবর্তীতে আপনি কোন কোন প্রোডাক্ট বেশি সার্চ করছেন সেসব তথ্য চলে যাবে ঐ সাইটের সার্ভারে। তারপর যদি আপনি আবার amazon এর সাইটে ভিজিট করেন তাহলে আপনার পূর্ববর্তীতে তথ্য ও এবং অধিক সার্চকৃত তথ্যের ভিত্তিতে আপনাকে সেসব প্রোডাক্ট সাজেস্ট করবে। আরো সহজ একটা ব্যাপার লক্ষ্য করুন, আপনি আপনার ব্রাউজারে যে বিষয়গুলি বেশি সার্চ করেন পরবর্তীতে সে সম্পর্কিত এড আপনি বিভিন্ন সাইট ভিজিট করার সময় দেখতে পাবেন।
কুকির কাজ কী শুধু এইটুকুই?
উত্তর হচ্ছে না। কুকির ব্যবহার ব্যাপক। এগুলোতো গেলো উপকারিতার কথা। কিন্তু কুকির অনেক খারাপ দিকও রয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে ভিজিটের সময় আমরা কখনো কখনো কুকি এক্সেপ্ট করে থাকি। এই কুকিগুলো সবসময় যে আপনার ভালো করবে তা কিন্তু নয়। এই কুকিগুলো মধ্যে বিভিন্ন কন্ডিশন দেয়া থাকে যা আপনার অনেক পার্সোনাল ইনফরমেশন চুরি করে সেই সার্ভারকে সাপ্লাই করতে পারে। যার ফলে এডমিন সহজেই আপনার বিভিন্ন এক্টিভিটির উপর নজরদারি করতে পারে। শুধু তাই নয়, মাঝে মাঝে কোনো কোনো এপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করার সময় কুকি এক্সেপ্ট করার কন্ডিশন আসে এগুলো আপনার ডিভাইসের অনেক ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম।
কুকির প্রকারভেদ
অনেক রকমের কুকি রয়েছে। সেসবের মধ্যে পরিচিত কিছু কুকির বর্ণনা করা হলো।
- Authentication cookie : এই কুকিটিই ব্রাউজারকে বলে দেয় ব্যবহারকারী লগইন মোডে আছে কিনা এবং কোন কোন একাউন্টে লগইন আছে। এটি বিভিন্ন তথ্য ও লগইন ইনফরমেশন সংরক্ষণ করে রাখে।
- Session cookie : এসব কুকির একটা নির্দিষ্ট মেয়াদ আছে।এ দের মধ্যে কিছু কিছু কুকি ততক্ষন চালু থাকে যতক্ষন ব্রাউজার অন থাকে। ব্রাউজার থেকে বের হওয়ার সাথে সাথে এটি cache ফাইল থেকে ডিলিট হয়ে যায়।
- Persistent cookie : এই কুকিটির পার্মানেন্টলি ব্যবহারকারীর হার্ডড্রাইভে সংরক্ষিত থাকে। যতক্ষণ পর্যন্ত না cache ক্লিয়ার করা হয় ততক্ষণ পর্যন্ত এই কুকি একটিভ থাকে।
- Tracking cookie : এই কুকি গুলো ইউজারদের একটিভিটি ট্র্যাক করে। যেমন ব্যবহারকারী কোন কোন ওয়েব সাইট কতক্ষণ ধরে ভিজিট করলো ইত্যাদি।
ক্ষতিকর কুকি সমূহ
- Frist party cookies : এই কুকিগুলো সেই ওয়েবসাইটের দ্বারা তৈরী যেটি আপনি ব্যবহার করছেন। এগুলো ততক্ষণ নিরাপদ যতক্ষণ আপনি নামকরা কোনো ওয়েবসাইট ব্যবহার করছেন।
- Third party cookies : বিভিন্ন ওয়েবসাইটে কন্টেন্টের বাইরের যেসব অ্যাড দেখায় সেখানে অনেক সময় অ্যাড এর যায়গায় বিভিন্ন পপ আপ থাকে। যেখানে ক্লিক করলে কয়েকটা উইন্ডো একসাথে খুলে যায়। খুলে যাওয়া উইন্ডোগুলো থেকে যদি কোনো থার্ড পার্টি কুকি আপনার ব্রাউজারে সেভ হয়ে যায় তাহলে আপনার নিরাপত্তা হুমকির মধ্যে পরতে পারে।
- Zoombie cookies : এই কুকিগুলো থার্ড পার্টি থেকে আসে এবং স্থায়ীভাবে ইউজারের কম্পিউটারে ইন্সটল হয়ে যায়। এমনকি ডিলেট করার পরেও এরা ফিরে আসতে সক্ষম।
One comment on “ইন্টারনেট কুকিজ কী?”
Darun .mane bole bujate parbo na
Onek onek dhonno bad nutun kisu shikhte amr kije vlo lage re boin( nusrat jahan).
Ei bisoy ta somporke janar jonno onek khujsi paisio buji nai .
Eibar ar vhul jaigai jai nai
Ekkere nusrat apar kasei shikhe gelam erokom ar koto j shikhbo boin er kas theke
Just waiting my beloved sister ❣️.