Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

ইন্টিগ্রেশন বি ২০২৩

ইন্টিগ্রেশন বি একটি অনলাইন ভিত্তিক ক্যালকুলাসের দক্ষতা যাচাইয়ের জন্য প্রতিযোগিতা। গণিতের অন্য যে-কোনো প্রতিযোগিতা থেকে এর ভিন্নতা হলো এটি একটি দলগত প্রতিযোগিতা। গবেষণার কাজগুলো সাধারণত দলগতভাবেই করা লাগে। সেই স্কিল অর্জনের লক্ষ্য নিয়েই এই প্রতিযোগিতা দলগতভাবে নেওয়ার সিদ্ধান্ত।

  • এছাড়াও এই পরীক্ষা অনলাইনে হওয়ায় বাংলাদেশের যে-কোনো স্থানে বসে এই পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব।
  • প্রশ্নের মান যথেষ্ট মান সম্পন্ন। এছাড়াও প্রশ্নগুলো ক্যালকুলাসের গভীরে যাত্রা করতে আপনাদের জন্য সহায়ক হবে।
  • দলগত প্রতিযোগিতায় যে তিনটি দল সর্বোচ্চ নাম্বার স্কোর করতে পারবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী দলগুলো ম্যাডেল ও সার্টিফিকেট পাবে।

নিয়মাবলী

  1. এটি একটি দলীয় প্রতিযোগিতা। প্রতি দলে সর্বোচ্চ তিনজন ও সর্বনিম্ন একজন সদস্য থাকবে। সদস্যদেরকে অবশ্যই ক্লাস 9, 10, 11, 12 কিংবা স্নাতক বা সমমানের 2021-22, 2022-23 সেশনে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে। ক্লাস 9, 10, 11, 12 এর শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি ও স্নাতক বা সমমানের 2021-22, 2022-23 সেশনে অধ্যয়নরত শিক্ষার্থীরা সিনিয়র ক্যাটাগরির অন্তর্ভূক্ত।
  2. প্রতিটি দলের একটি মৌলিক নাম থাকবে। এ নাম নির্ধারণ করে রেজিস্ট্রেশন ফর্মের শুরুতে বলে দিতে হবে। বাংলা বাংলা অথবা ইংরেজি হতে হবে। নামের বানানে বাংলা ও ইংরেজি অক্ষর ছাড়া অন্য কোনো চিহ্ন থাকবে না।
  3. দলের একজন দলনেতা থাকবে যাকে ইন্টিগ্রেটর উপাধি দেওয়া হবে। দলের কোনো প্রকার ভুলের জন্য দলনেতাকে জবাবদিহি করতে হবে।
  4. আগামী 5 অক্টোবর, 2023 এর মধ্যে দলনেতাসহ দলের বাকি সদস্যদের নাম ও দলের নাম রেজিস্ট্রেশন ফর্মে দিতে হবে।
  5. রেজিস্ট্রেশন করার শেষ সময় অক্টোবর 5, 2023 রাত 11:59 মিনিট।
  6. প্রতিদলের জন্য রেজিস্ট্রেশন ফি 100 টাকা। এ টাকা বিকাশ, রকেট কিংবা নগদের মাধ্যমে পাঠাতে হবে। এ সম্পর্কিত বাকি তথ্য রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া আছে।
  7. পরীক্ষা হবে অক্টোবর 6, 2023 তারিখে। জুনিয়র ক্যাটাগরির সময় দুপুর 3 টা 00 থেকে 6 টা 00 পর্যন্ত। অর্থাৎ মোট সময় তিন ঘন্টা। সিনিয়র ক্যাটাগরির সময় দুপুর 3 টা 00 থেকে 8 টা 00 পর্যন্ত। অর্থাৎ মোট সময় পাঁচ ঘন্টা। উভয় ক্যাটাগরির জন্য প্রশ্নের সংখ্যা 6 টি। এখানে প্রশ্নের ভিতর উপপ্রশ্ন থাকতে পারে।
  8. প্রশ্ন আমাদের ওয়েবসাইটে ও আমাদের পেইজে পাওয়া যাবে।
  9. পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নের সমাধান করতে হবে এবং সমাধান আমাদের পেজে বা ইমেইলে পাঠাতে হবে। ছবি বা পিডিএফ বা ডক ফাইল আকারে পাঠানো যাবে। নির্দিষ্ট সময়ের বাইরে সমাধান পাঠালে কোনোভাবেই তা গ্রহণযোগ্য হবে না। ছবি বা পিডিএফ পাঠানোর সময় শুধু একবারই ইমেইল করুন। একাধিকবার ইমেইলে ছবিগুলো আলাদা আলাদা পাঠাবেন না।
  10. সমাধান বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আমরা ইন্টিগ্রেটরের সাথে বা সমাধান কারীর সাথে কথা বলব। সমাধান প্রসেসসহ দিতে হবে। শুধু উত্তর গ্রহণযোগ্য নয়।
  11. একই প্রশ্নের একাধিক সমাধান পাঠানো যাবে না। সমাধান পাঠাতে এই মেইলটি ব্যবহার করো – [email protected]
  12. যে প্রশ্নগুলো দেওয়া হবে তার সমাধান আমরা দিব না। বরং পরীক্ষার পর তোমরা আরো গভীরভাবে প্রশ্নগুলো নিয়ে চিন্তা করবে বলে আমরা আশাবাদী।
  13. প্রশ্ন সমূহের জন্য পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে ও ইন্টারনেটের থেকে সাহায্য নেওয়া যাবে। তবে কোনো ফোরামে সাহায্য চাওয়া যাবে না কিংবা নিজেদের দলের বাইরের কারো সাথে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো আলোচনা করা যাবে না। WolframAlpha কিংবা কোনো সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করা যাবে। তবে সিমুলেশনের উত্তর গ্রহণযোগ্য নয়। পুরো বিষয়টিকে গাণিতিকভাবে হাতে কলমে সমাধান করতে হবে। এর কোনো নিয়ম ভঙ্গ হওয়ার প্রমাণ পাওয়া গেলে সে দলকে বাতিল ঘোষণা করা হবে। দলের সকল সদস্যদের নৈতিক চিন্তা ও সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার অনুরোধ রইল।

রেজিস্ট্রেশন

রেজিস্ট্রেশনের সময় শেষ

2 comments on “ইন্টিগ্রেশন বি ২০২৩”

  1. […] ট্যকিয়ন আয়োজিত ইন্টিগ্রেশন বি ২০২৩ এর এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৃষ্টিতে তারুণ্য ও প্রমোশনাল পার্টনার হিসেবে থাকছে গণিতযজ্ঞ।ইন্টিগ্রেশন বি ২০২৩ – এরইভেন্ট লিংক : https://fb.me/e/1fivMgLRZরেজিস্ট্রেশন লিংক : https://www.tachyonts.com/2023/08/30/integration-bee-2023/ […]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।