Skip to content

Tachyon

বাংলায় বিজ্ঞান গবেষণায় প্রথম উন্মুক্ত প্ল্যাটফর্ম

ইন্টিগ্রেশন বি ২০২৪

ইন্টিগ্রেশন বি হচ্ছে ক্যলকুলাসে তোমার দক্ষতা যাচাই করার জন্য একটি অনলাইন প্রতিযোগিতা। গণিত বিষয়ক অন্যান্য প্রতিযোগিতা থেকেও এটি ভিন্ন, কেননা এটি দলীয় প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে জিততে পারো তুমি ও তোমার দল এবং অর্জন করতে পারো একটি সার্টিফিকেট, ম্যাডেল, বই বিভিন্ন পুরষ্কার। এছাড়াও এ প্রতিযোগিতার বিশেষত্ত্বের মধ্যে আছে, এটি অনলাইনে দেওয়া হয়, এটি দলগত পরীক্ষা, তার উপর এটি ওপেন বুক এক্সাম। মজা না?

কারা অংশগ্রহণ করতে পারবে?

ক্লাস 9, 10, 11, 12 ও উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি কিংবা স্নাতক বা সমমানের 2021-22, 2022-23 ও 2023-24 সেশনে অধ্যয়নরত শিক্ষার্থীরা সিনিয়র ক্যাটাগরি হিসেবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

রেজিস্ট্রেশন শুরু কবে?

আজ, এই মুহুর্ত থেকে।

রেজিস্ট্রেশন শেষ কবে?

২১ নভেম্বর, ২০২৪ তারিখ রাত ১১ঃ৫৯ মিনিটে।

কয়জনের দল তৈরি করতে হবে?

সর্বোচ্চ তিনজনের দল তৈরি করা যাবে। তবে কেউ দুইজন বা একজনের দল তৈরি করলেও তাতে কোনো সমস্যা হবে না।

রেজিস্ট্রেশন ফি

দলপ্রতি ১০০ টাকা।

পরীক্ষা কবে হবে?

২২শে নভেম্বর, ২০২৪ তারিখ দুপুর ৩টা থেকে। জুনিয়র ক্যাটাগরিতে ৩ ঘন্টা সময় দেওয়া হবে এবং সিনিয়র ক্যাটাগরিতে ৫ ঘন্টা সময় দেওয়া হবে।

প্রস্তুতি কীভাবে নিব?

ইন্টারমিডিয়েটের ক্যালকুলাসের প্রস্তুতি নিন। এছাড়াও লিমিট নিয়ে স্পষ্ট ধারণা, ক্যালকুলাসের বাস্তব প্রয়োগ নিয়ে নানা ধারণা নিয়ে জানুন। এছাড়াও আমরা ২টি স্টাডি ভিডিও দিব! সেখানে ছোট করে কিছু আইডিয়া দেওয়া থাকবে।

তাহলে আর দেরি করছেন কেন? আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। আর অবশ্যই চোখ রাখুন আমাদের ইভেন্টের পেইজে!

ইন্টিগেশন বি এর সকল আপডেট পেতেঃ https://www.facebook.com/share/6TpfEy5u6WwmsVfH/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।